সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঈদ দরজায় কড়া নাড়ছে। অন্য বছরের মতো এ বছর ঈদের আমেজ নেই। চার দিকে শঙ্কা। করোনার ভয়ে সবাই যবুথবু। কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে অনেক মানুষ। মানবেতর জীবনযাপন করছে এমন পরিবারগুলোর মাঝে ঠাকুরগাঁওয়ে এন বি বিক্সস পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- সেমাই, চিনি, মুড়ি, তেল, সাবান ও গুঁড়া দুধ দেওয়া হয়।
শুক্রবার (২২ মে) ঠাকুরগাঁও সদরু উপজেলা দেবীপুর ইউনিয়নের ১৫০জন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সামাজিক দুরত্ব বজায় রেখে দেবীপুর ইউনিয়ন নাসির এন্ড ব্রাদাস হাস্কিং মিল চত্বরে ঈদ উপহার বিতরন করেন এন বি বিক্সস এর প্রোপাইটর, দেবীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্বাস আলী, আলজাহ্ব আছিমউদ্দীন, এন বি বিক্সস পরিচালক আব্দুর রব রনি, মোতালেব হোসেন, নুর হোসেন, মানিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম সহ প্রমুখ।
Leave a Reply