নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামে বজ্রপাতে অয়ন বিশ্বাস (১৩) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২৭ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত অয়ন রায়গ্রাম উত্তরপাড়ার রনজিত বিশ্বাসের ছেলে। সে আর,কে,কে জনতা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, অয়ন বিশ্বাস বুধবার সকালে স্থানীয় ইছামতি বিলে ধান আনতে গেলে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।#
Leave a Reply