নড়াইলের লোহাগড়ার জ্বর-শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে রেজাউল করীম (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার মাকড়াইল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। ঢাকার একটি সিকিউরিটি কোম্পানীর ম্যানেজার হিসেবে চাকুরি করতো। ঢাকা থেকে বাড়িতে ফেরার ৩দিন পর বৃহস্পতিবার দিবাগত রাতে সে মারা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, সে জ্বর-শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে সোমবার (২৫ মে) ঈদের দিন বিকেলে লোহাগড়া উপজেলার মাকরাইল গ্রামের নিজ বাড়িতে আসে। বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাতে সে মারা যায়। ওই রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ প্রসঙ্গে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকতার্ মুকুল কুমার মৈত্র করোনার উপসর্গে মারা যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘স্বাস্থ্য বিধি মেনে বৃহস্পতিবার রাতেই মৃতের দাফন হয়েছে। মৃত রেজাউল করীমের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা যায়নি। তবে মৃতের পরিবারের অন্যান্য সদস্যদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে।’
Leave a Reply