বৈশাখী সরকার, রাজশাহী: শিশু একাডেমী রাজশাহীর জেলা শাখা ভবন আলোকিতকরণ, সংস্কার ও মেরামত কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক হামিদুল হক।
সোমবার সকালে বাংলাদেশ শিশু একাডেমী রাজশাহীর অডিটোরিয়াম মঞ্চে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এ উদ্বোধন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ কামরুজ্জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের ও সামাজিক দূরত্ব বজিয়ে রেখে শিশু একাডেমীর কর্মকর্তা কর্মচারি ও শিশুরা উপস্থিত ছিলেন। লক্ষীপুর চৌরঙ্গী জামে মসজিদের ঈমাম মাওলানা মামুনুর রশীদ উদ্বোধনের মোনাজাত পরিচালনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক হামিদুল হক করোনা ক্রান্তিকালে শিশুদের সুরক্ষায় সতর্কতা, সাবধানতা,করণীয় ও সরকারি সহযোগিতার বিষয়ে বক্তব্য রাখেন।
Leave a Reply