সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোমবার (৭জুন) ‘উল্লাপাড়া সোসাইটি ওফ ইউসএ ইনক্’ এর পক্ষ থেকে করোনা মহামারী সংক্রান্তের জন্য কর্মহীন অসহায় ৩১০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে ত্রান সামগ্রী বিতরণ করেন।
এ খাদ্য সামগ্রী বিতরণ করার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃআরিফুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূইয়া,উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃআব্দুর রহমান এবং উক্ত সংগঠনের উপদেষ্টা সুলতান হাফিজ বাবু খানসহঅন্যান্য বিশেষ ব্যাক্তিবর্গ।
এছাড়া মুঠোফোনে সংগঠনের সহ-সম্পাদক শফিউল আলমের সাথে কথা বলে জানা যায় তারা দেশে যেকোনো দূর্যোগের সময় গরীব অসহায় মানুষদের পাশে দাড়ায় এবং ভবিষ্যতে দাঁড়াবে।
Leave a Reply