1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন

রায়গঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ার বিচার পাবে তো

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ১০ জুন, ২০২০
  • ২৪৬ জন পড়েছেন

এম আবদুল্লাহ সরকার -রায়গঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পল্লী আবুদিয়া মধ্যপাড়া গ্রামের মোঃ হাসান আলী শেখের দৃষ্টি প্রতিবন্ধী সন্তান আনোয়ার হোসেনকে মারধরের ঘটনার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুড়লেও এখনও বিচার পাননি ভুক্তভোগী।

ইতিমধ্যেই দৃস্টি প্রতিবন্ধী আনোয়ার হোসেন ও তার পরিবার বাদী হয়ে এর উপযুক্ত বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীমুর রহমান এর কাছে একটি দরখাস্ত দাখিল করেছে।

ঘটনার বিবরণে জানা যায়, মধ্য রমজানে ধানগড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য আবুদিয়া গ্রামের মোঃ আব্দুল কাদের মেম্বর দৃষ্টিপ্রতিবন্ধি আনোয়ারকে সামান্য কথা কাটির এক পর্যায়ে বেদম মারধর করে।
বিষয়টি জানাজানি হলে তৎক্ষনাৎ এলাকাবাসী প্রতিবাদ জানান এবং এর সুষ্ট বিচার দাবীতে সোচ্চার হন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সুষ্ট বিচার দাবী করে একটা অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি দেখার জন্য রায়গঞ্জ অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামকে দায়িত্ব দিলে তিনি ঘটনার তদন্ত করার জন্য ঐ গ্রামে প্রতিনিধি পাঠান। ঘটনার তদন্ত হলেও বিষয়টি এখনও কোন সুরাহা হয়নি বলে জানান ভুক্তভোগীর বাবা হাসান আলী।

পিতা হাসান আলী বলেন, একজন জনপ্রতিনিধি হয়ে তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধীকে মারধর করে শপথ ভঙ্গ করেছেন কিনা সেটা দেখা ও আমার ছেলেকে মারধরের বিচার চেয়ে দরখাস্ত দিলেও আজও কোন বিচার পাচ্ছিনা।

এ ব্যাপারে ঐ গ্রামের বেল্লাল, ফরিদুল ইসলাম বলেন, আব্দুল কাদের মেম্বর মানুষের সাথে অসৌজন্যমূলক আচরন করার নজির আছে এবং তার বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগও আছে যা দরখাস্তকারী পেপারকাটিং সংযুক্ত করে দিয়েছে।

গ্রামবাসী এর বিচার প্রত্যাশা করে।

দৃস্টি প্রতিবন্ধী আনোয়ার হোসেন বলেন, আমার মাথায় প্রচুর আঘাত করেছে বিনা কারণে আমি এর বিচার চাই।

আব্দুল কাদের মেম্বর বিষয়টি তুচ্ছ বলে অস্বীকার করেছেন।

 

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

%d bloggers like this: