1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

যাদের অক্লান্ত পরিশ্রমে ১২ই জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর CHARTER FLIGHT রোম অবতরণ করবে

দৈনিক প্রতিদিনের সময়ঃ
  • সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ২৪৪ জন পড়েছেন

প্রবাসী ডেস্কঃ
দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রুটে সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে প্রায় সারা বিশ্ব (COVID-19) করোনা ভাইরাসে আক্রান্ত এজন্য অনেক ইতালী প্রবাসী বাংলাদেশে গিয়ে বিপাকে পড়েছেন কর্মস্থলে ফিরতে পারছেন না এমতাবস্থায় একজন ইতালী প্রবাসী কিভাবে একটি CHARTER FLIGHT করানো যায় এর জন্য উদ্যোগ নেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর এম ডি মোক্কাবির হোসাইন এর সাথে যোগাযোগ করেন এতে এম ডি সাড়া দিয়ে বলেন আপনারা যদি পরিপূর্ণ যাত্রী ব্যবস্থা করতে পারেন তাহলে আমরা খুবই দ্রুত একটি বিশেষ ফ্লাইট ঢাকা থেকে রোমে দিতে পারবো তারপর উনি যোগাযোগ শুরু করেন।

ইতালীর কমিউনিটি নেতৃবৃন্দ ও সাংবাদ কর্মীদের সঙ্গে তার কথা মতো প্রবাসী সাংবাদিক লাবন্য অঞ্জন চৌধুরী সরাসরি লাইভে গিয়ে প্রচার করেন তাতে খুবই দ্রুত যাত্রীদের কাছ থেকে সাড়া পান এবং কমিউনিটি নেতা জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলিউদ্দিন শামীম বাংলাদেশ পররাষ্ট্র ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় এবং ঢাকায় অবস্থিত ইতালিয়ান দূতাবাস ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সাথে অফিসিয়াল যোগাযোগ করে আবেদন করেন তারই প্রেক্ষিতে ১২ই জুন প্রথম ফ্লাইটের অনুমোদন মিলে। কিন্তু শামীম দুঃখ প্রকাশ করে বলেন সব কিছু ঠিকঠাক থাকা স্বত্বেও গত ৯ই জুন হঠাৎ করে ইতালী কতৃপক্ষ ঢাকা থেকে ১২ই জুনের ফ্লাইটি রোমে অবতরণে অপারগতা জানায় কারণ হিসেবে কিছু নিয়ম কানুন বেঁধে দেয়া হয়।তখনই বিপাকে পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এজন্য দ্রুত বিমানের এম ডি মোক্কাবির হোসাইন ও জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলিউদ্দিন শামীম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড, এ কে আব্দুলমোমেন ও ইতালীতে নিযুক্ত গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুস সিকদার সাহেবের সহযোগিতা চান।তাই সাথে সাথে মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও রাষ্ট্রদূত মহোদয় বাংলাদেশে অবস্থিত ইতালিয়ান দূতাবাস ইতালী স্বরাষ্ট্র মন্ত্রনালয় এবং রোম আন্তর্জাতিক বিমানবন্দর লিওনার্দ দ্যা ভিনছে কতৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদের দেওয়া শর্ত গুলি পূর্ণ করে ১০ই জুন বুধবার পুনরায় ১২ই জুনের ফ্লাইট এর অনুমোদন মিলে।

এখন সব কিছু ঠিকঠাক থাকলে ১২ই জুন শুক্রবার বিকাল ১৭:৩০ মিনিটের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটি রোমে অবতরণ করবে। এজন্য জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলিউদ্দিন শামীম পররাষ্ট্র মন্ত্রী ড, এ কে আব্দুল মোমেন ও রাষ্ট্রদূত জনাব আব্দুস সোবহান সিকদারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।এদিকে শামীমের কাছে সাংবাদিক সহ বিভিন্ন মহলের প্রশ্ন এই CHARTER FLIGHT নিয়ে দুর্নীতি ও অর্থ আত্মসাতের কথা জানতে চাইলে প্রশ্নের উত্তরে শামীম বলেন আমাদের মধ্যে কিছু অসাধু লোক আছে সব কিছুতেই লোভ করে এই মুহুর্তে ইতালী প্রবাসী যাঁরা বাংলাদেশে আছেন এমনিতেই বিভিন্ন ভাবে অর্থনৈতিক সংকটের মধ্যে আছে তাঁর উপর আবার প্রতিটি টিকেটে অনৈতিক ভাবে বিকাশে ১০হাজার টাকা দাবি করছে একজন কুলাঙ্গার এই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রী এবং রাষ্ট্রদূত মহোদয় এর কাছে অভিযোগ আসছে আমরা আশাকরি উনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।যাত্রীদের কাছে অনুরোধ জানান শামীম আপনারা কারো সাথে কোন ধরনের লেনদেন করবেন না সরাসরি বাংলাদেশ যে কোন বিমান অফিস থেকে নির্ধারিত টিকেটের মূল্য পরিশোধ করে টিকেট সংগ্রহ করবেন।

শামীম বলেন, আমরা বৃহত্তর সিলেটবাসী গর্বিত পররাষ্ট্র মন্ত্রী,বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী,প্রবাসী কল্যাণ মন্ত্রী,বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এম ডি সবই আমাদের সিলেটের কিন্তু একজন ইতালী প্রবাসী সিলেটীর জন্য আজ আমরা লজ্জিত সে এই বিপদের মুহুর্তে অসহায় ইতালী প্রবাসীদের কাছে বিমানের এম ডি কে পুজি করে বিকাশে ১০হাজার টাকা দাবি করছে এটা আমাদের জন্য লজ্জার বিষয় এবং ঘৃণিত কাজ যা কোন সাধারণ নাগরিক ভালো ভাবে নিবে না ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

%d bloggers like this: