?সুখ পাখি ?
ফরিদা ইয়াসমীন রোজী
সুখ পাখি তুই বুঝলি নারে
আমার মনের কথা,
বোঝার মতো হয়নিরে তোর কোন ক্ষমতা ।।
বুঝবি যখন থাকবো নারে
যাবো অনেক দুরে,
তখন পাখি কাদবিরে তুই
চোখের পানি ফেলে ।।
আমি যখন কষ্টের স্মৃতি,নিয়ে করি বসবাস
আমায় নিয়ে কখনো,তোমরা করোনা উপহাস ।।
আমার জীবনটা হলো,একটা দুঃখের ইতিহাস
এটাই আমার ভাগ্যের বুঝি নির্মম পরিহাস ।।
সুখ বড় নিষ্ঠুর আমায় বোঝেনা,
কাছে এসে উকি দেয় ধরা দেয় না।।
জীবনে সুখ নামের নদীতে পাইনি কোন কুল
আজ মনে হয় সুখের আশায়
বেচে থাকাটা বড্ড ভুল ।।
অচেনা পাখি হয়ে ভেধেছিলাম বাসা
নিয়ে গেলো মন তুমি ভেঙ্গে দিলে আশা,
কার আঁকাশে এখন তুমি
মিষ্টি মিষ্টি গান গাও
মন ভেঙ্গে তুমি বলো, কি সুখ পাও।।।
Leave a Reply