মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশিত দেশব্যাপী ” গাছ লাগাও পরিবেশ বাচাও ” এই স্লোগানকে ধারণ করে আজ ২২ জুন বিকাল ৪ টায় সলঙ্গা অনার্স কলেজ ও সলঙ্গা জামে মসজিদ এবং সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্তরে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর এবং বিশেষ অতিথি ছিলেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান লাবু। অনুষ্ঠান পরিচালনা করেন, সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার।
অন্যান্য মধ্যে সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফরিদ খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, সাংগঠনিক সম্পাদক শাহ আলী জয়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হুমায়ন কবির সোহাগ, সদস্য মাসুদ রানা, সলঙ্গা সদর ইনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুল ইসলাম মিন্টু, সাধারন সম্পাদক সানোয়ার হোসেন, হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রওশন আলী সরকার, রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিন্টু মিয়া, সাধারন সম্পাদক শাহিন আলম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সাজু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি টুটুল আহমেদ রুহুল, জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক সৌরভ হাসান শুভ, আহসান হাবিব সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বনজ, ফলজ ও ঔষধি এই তিন ধরনের গাছ দেশব্যাপী বৃক্ষ রোপন করার যে ঘোষনা দিয়েছেন, তা বাস্তবায়ন করা স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীর পবিত্র দায়িত্ব ।
এরই অংশ হিসেবে আজ ২২ জুন বিককাল ৪ টায় সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগ সলঙ্গা অনার্স কলেজ ও সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ এবং সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্তরে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করলো।
তারা ধারাবাহিক ভাবে এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংগঠনের নেতাকর্মীগণ দেশের প্রতিটি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করার নির্দেশনা প্রদান করেন ।
তারা আরো বলেন, বাংলাদেশ ভৌগোলিক কারনেই প্রাকৃতিক দুর্যোগ কবলিত একটি দেশ। বৈশ্বিক এই দুর্যোগকে মোকাবেলা করবার জন্য আমাদের সারাদেশে বেশী বেশী বৃক্ষরোপণের প্রয়োজন । এর ফলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে ভারসাম্য এবং বাসযোগ্য বাসস্থান নিশ্চিত করা সম্ভব।
Leave a Reply