স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে জমি-জমা সংক্রান্ত জেরে বড় ভাইকে পেটানোর পর গলা টিপে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল তিনটায় উপজেলার তেকানি ইউনিয়নের পারখুকশিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের জেল হাসের পুত্র আমিনুল ইসলাম (৩২)।
সূত্র জানায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। হঠাৎ আজ নিজ বাড়িতেই কথা কাটাকাটির একপর্যায়ে পাশে থাকা কাঠের টুকরো (বাটাম) দিয়ে আঘাত করে মাটিতে ফেলে তারই আপন ছোট ভাই বাবু (৩০)। পরে গলা টিপে শ্বাস রোধ করে ঘটনা স্থলেই মেরে ফেলে।
নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মালি জানান, “খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হয়েছে। মরদেহ আজকেই ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।”
এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply