আবির হোসাইন শাহিনঃসিরাজগঞ্জ বেলকুচির শেরনগরে প্রথম ব্যতিক্রমী শোরুম শখের বাজার উদ্ভোধন।
মালয়েশিয়ান উড কাঠের বিভিন্ন আসবাবপত্র যেমন খাট,আলমারী,সোফা ওয়ারড্রব সহ নানান রকম আসবাবপত্রের সমাহার। উদ্ভোধনের সময় উপস্থিত ছিলেন আব্দুস কুদ্দুস মিয়া,মাসুদ মিয়া,মামুন মিয়া,মারুফ মিয়া,আরিফুল ইসলাম সোহেল সাংবাদিক আবির হোসাইন শাহিন সহ প্রমুখ।
এ ব্যাপারে শখের বাজারের মালিক মামুন মিয়া বলেন বেলকুচিতে প্রথম এই রকম মালায়েশিয়ান কাঠের শোরুমের উদ্ভোধন হল আমরা আমাদের সব্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করব।
Leave a Reply