অমৃত চন্দ্র দাস (নেত্রকোনা): নেত্রকোনার মোহনগঞ্জে বন্যায় পানিবন্দী প্রায় ২০০ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, তরুণ সবাজ সেবক ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. মাসুদ আহমেদ।
গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার গাগলাজুর ইউনিয়নের বন্যাদুর্গত পাঁচটি গ্রামের দরিদ্র মানুষের মাঝে তিনি ব্যক্তিগত উদ্যোগে এসব শুকনো খাবার বিতরণ করেন তিনি।
ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুদ আহমেদ জানান, গত ১০ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বন্যায় হাওরাঞ্চল খ্যাত গাগলাজুর ইউনিয়নের প্রায় সবকটি গ্রামের মানুষজনই বন্যায় পানিবন্দী অবস্থায় রয়েছেন। এরই সুবাধে তিনি শনিবার ওই ইউনিয়নের শ্যামপুর, গেইরাহাইর, কামালপুর, নয়াপাড়া ও নওগাঁও গ্রামের পানিবন্দী প্রায় দুইশত দরিদ্র পরিবারের মাঝে শুকনো খাবার হিসেবে চিড়া, মুড়ি, চিনি, খাবার স্যালাইনসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন। ওই ইউনিয়নে বন্যার্তদের মাঝে তার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও এসময় তিনি জানান।
তরুণ সমাজ সেবক মাসুদ আহমেদ তার ব্যক্তিগত অভিমত ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, আমি সব সময় এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। কারণ আমার কোন সন্তানাদি না থাকায় আমি আমার সারাটা জীবন মানুষের সুখে দুঃখে পাশে থেকে তাদের সেবা করে যেতে চাই। আর এ জন্য আমি সকলেরই দোয়া প্রার্থী।
Leave a Reply