নিজস্ব প্রতিবেদক।। ঢাকা ৫ আসনের (যাত্রাবাড়ি- ডেমড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো.হাবিবুর রহমান মোল্লা ইন্তেকাল করায় সাংসদীয় আসনটি শুন্য হয়ে পরে। যার ফলশ্রুতিতে সংসদীয় আসন ঢাকা ৫ আসনে উপনির্বাচনের প্রয়োজনীয়তা রয়েছে। আওয়ামী লীগের প্রবীন নেতা বীর মুক্তিযোদ্ধা মো.হাবিবুর রহমান মোল্লার প্রতি শ্রদ্ধা রেখে তার অসমাপ্ত কাজ সম্পুর্ন করতে চান তার ঘনিষ্ঠ সহযোগী শাহজাহান কবির টিটু মিয়া। সৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্রলীগ নেতা শাহজাহান কবির টিটু যিনি এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে বহুবার কারা বরন করেছেন ও বহু হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগে থাকা অবস্থায় তিনি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি। পরে তিনি ঢাকা মহানগরের দক্ষিন যুবলীগের জনপ্রিয় নেতা ছিলেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরে হামলা,নির্যাতন ও বিভিন্ন মামলার শিকার হন তিনি। এক পর্যায়ে তার নিজের জীবন বাচাঁতে স্বদেশ ছেড়ে প্রবাসে পাড়ি দিতে হয়। তিনি প্রবাসে থেকেও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে সার্বক্ষনিক এলাকা যোগাযোগ সাহায্য সহযোগিতা ও সোনার বাংলার রূপকল্প বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।তিনি সুদুর প্রবাস হল্যান্ডে বসে ইউরোপীয় আওয়ামী লীগের সাথে আন্দোলন সংগ্রামে জড়িত রয়েছেন। তিনি বর্তমানে ইউরোপীয় আওয়ামী নেতা হিসেবে বেশী পরিচিত। কিছুদিন পূর্বে রোহিঙ্গাদের পূর্নবাসন করতে হল্যান্ডে আন্তর্জাতিক আদালতের সামনে রোহিঙ্গাদের পক্ষে আন্দোলনে অগ্রণী ভুমিকা পালন করেন। তিনি প্রবাসে যেমন জনপ্রিয় ঠিক তেমনি তার নিজের এলাকা ডেমড়া ও যাত্রাবাড়ী এলাকায় তেমনি জনপ্রিয়। তার এলাকার আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের প্রানের দাবী সৎ নির্ভিক ও নিষ্ঠাবান শাহজাহান কবির টিটু মিয়াকে তারা ঢাকা ৫ আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। এ বিষয়ে শাহজাহান কবির টিটু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতীর পিতা শেখ মুজিবর রহমানের আদর্শ নিয়ে তার সোনার বাংলা গড়তে মানুষের জীবন মান উন্নয়নে ও কল্যানে কাজ করতে চান। তিনি আরো জানান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রুপকল্প বাস্তবায়নে সন্ত্রাসমুক্ত,জঙ্গিমু্ক্ত,মাদকমুক্ত ও দূর্নীতি মুক্ত দেশ গড়তে তিনি বদ্ধ পরিকর থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply