মামুন কৌশিক বারহাট্টা উপজেলা প্রতিনিধি,নেত্রকোণা : করোনার কারণে গত মার্চ মাস থেকে জন জীবন অতিষ্ট।অনেকেই বাঁচার জন্য বাধ্য হয়ে নিচু স্তরের কাজ করছেন।তারপরও মসুলমানদের পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ধনী গরিব সবার মধ্যে সীমাহীন আনন্দ বিরাজ করছে।ব্যতিক্রম নয় নেত্রকোণার বারহাট্টা উপজেলাও।উপজেলার প্রায় অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহের তাগিদে ঢাকা বা তার পার্শ্ববর্তী জেলা সমুহে বসবাস করলেও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারির টানে সবাই বাড়িতে আসছেন।বারহাট্টা উপজেলায় বসবাস কারী সকল নাগরিকদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বারহাট্টা উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেম।এক বিবৃতিতে তিনি জানান যে,উপজেলার সবাইকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা রইল।সবাই সুস্থ থেকে ঈদ উৎযাপন করবেন।যতটুকু সম্ভব নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখবেন।
Leave a Reply