
আব্দুন নূর,নেত্রকোনাঃআসছে শনিবার ১ আগষ্ট ত্যাগের ঈদ, আনন্দের ঈদ। সবাই এখন ব্যস্ত সময় পার করছে শেষ মুহূর্তের গোছগাছ সেরে নেয়ার জন্য। ঈদুল আযহার বিশেষত্ব কোরবানি। এর মাঝেই একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে নিতেও ভুলছেন না কেউ।
মহান ঈদুল আযহার অন্তর্নিহিত তাৎপর্যের দিকে গুরুত্ব দিয়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
সাদ আকন্দ সাব্বির বলেন, ‘সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহত্তের সঙ্গে যুক্ত হওয়া। ঈদুল আজহা’র এই আনন্দঘন মুহুর্তে মহান আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন আমাদের সকল ইবাদাত, ত্যাগ, কুরবানী কবুল করে নেন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন এবং পশু কুরবানীর মাধ্যমে অর্জিত প্রিয় ও মুল্যবান ঈমানী জজবা আল্লাহর রাস্তায় ব্যায় করার শিক্ষায় আমাদের জীবন পরিচালিত করেন ইনশাল্লাহ।ঈদ যেনো সকলের জীবনে নিয়ে আসে অনাবিল সুখ শান্তি।বাংলাদেশের সকল মানুষের সু সাস্থ কামনা করি।
আমার পরিবারের পক্ষ থেকে দেশ বাসীকে পবিত্র ঈদ- উল- আজহা এর শুভেচ্ছা ঈদ মোবারক।
Like this:
Like Loading...
Leave a Reply