মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে ৩৮তম বিসিএস এ মধুপুর উপজেলা থেকে সুপারিশ প্রাপ্ত ক্যাডারগন ফুলেল শুভেচ্ছা জানান মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরাকে। শুক্রবার (৩১জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিসিএস ক্যাডারগন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এম. এ. করিম। সুপারিশ প্রাপ্ত ৩৮ তম বিসি এস ক্যডার গন হলেন, উপজেলার টেংরী গ্রামের মো: সালাউদ্দিন সোহাগ বিসিএস সড়ক ও জনপথ, শোলাকুড়ী গ্রামের আবু শিহাব বিসিএস শিক্ষা, অলিপুর গ্রামের মো: আল আমিন বিসিএস শিক্ষা, কুড়ালিয়া মলকা গ্রামের জুয়েল শিকদার বিসিএস গণপুর্ত, মধুপুর ঘোষপল্লী এলাকার সুব্রত ঘোষ বিসিএস শিক্ষা, হলুদিযা গ্রামের তানজিনা আক্তার বিসিএস শিক্ষা, গংগাহরী গ্রামের জাহিদ হাসান বিসিএস শিক্ষা।
Leave a Reply