আবির হোসাইন শাহিনঃসিরাজগঞ্জ প্রতিনিধিঃবিগত বছরের ন্যায় এবারো চামড়া শিল্পে ধস নেমেছে।দেশের সম্ভাবনাময় চামড়া শিল্প এখন চরম হতাশা দেখা দিয়েছে।
ধারাবাহিক রফতানি ধ্বংসের মুখে পড়ছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তারা।
টানা পাঁচ বছর উল্টো পথে চলছে দেশের তৃতীয় বৃহত্তম এ রফতানী খাত।
পবিত্র ঈদুল আযহার কুরবানীর পশুর চামড়া, প্রতি বছরের ন্যয় এবছরও নিকটস্থ এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংএর কল্যাণে দান করেন অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমান।
আজ ০১/০৮/২০২০ইং তারিখে এভাবেই গাড়ি ভর্তি পড়ে থাকতে দেখা যায় সিরাজগঞ্জ জেলাধীন বেলকুচি উপজেলার বৃহত্তম হিফজ শিক্ষা প্রতিষ্ঠান গুলো এতিম অসহায় ও পীড়িত ছাত্রদের বাসস্থল, দারুসসুন্নাহ এতিমখানা লিল্লাহও বোর্ডিংএ দান করা কুরবানীর পশুর চামড়া এবার পানির দামে বিক্রি হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট বিষয়টি জানতে চাইলে তারা জানান,
দান গ্রহণ ছাড়াও মাদ্রাসার এতিম অসহায় ও দারিদ্র্য ছাত্রদের কল্যাণে ব্যয় করার লক্ষে মাদ্রাসার কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকা থেকে চামড়া ক্রয় করে থাকেন,
চামড়া বিক্রয়ে প্রয়োজনীয় দাম না থাকায় চরম দুর্ভোগের স্বীকার হতে হয় তাদের।
তাঁরা আশাবাদী, সরকার প্রধানের প্রয়োজনীয় পদক্ষেপে আবারো ঘুড়ে দাঁড়াবে চামড়া শিল্প।
দেশের অন্যতম রপ্তানিখার চামড়া শিল্পকে বাঁচাতে দরকার সরকারি সহযোগিতা।
Leave a Reply