মো: আ: হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৮ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো: ছরোয়ার আলম খান আবু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেব উপস্হিত ছিলেন মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, উপজেলা ভাইস- চেয়ারম্যান শরিফ আহমেদ নাছির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্হিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ৬ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
Leave a Reply