নাটোর প্রতিনিধিঃনাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের লালুয়া পাঁচপাকিয়া গ্রামে রাতে বাড়িতে ঢুকে হাত পা বেঁধে আড়াই লক্ষ টাকা লুট করার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
এসময় প্রতিপক্ষ গ্রুপের লোকজন বাড়ির পুরুষ তিনজন কে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরী আঘাত করে। মারাত্নক আহত মনির কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে মনির ( ১৮), মানিক (১৬)মামুন (২৩)। তিনজনই শাহাদত হোসেনের পুত্র।
প্রত্যক্ষদর্শী জানায়, গভীর রাতে ৭/৮ জনের নেতৃত্বে প্রাচীর টপকে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে। এসময় বাড়ির লোকজনকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে জখম করে আড়াইলক্ষ টাকা লুট করে।
আহত মামুন জানান, আলতাব ও আরিফ কে চিনতে পারি, তাদের বাড়ি এ গ্রামে । আমরা গরীব, জমি কেনার কথা ছিলো,
বিষয়টি তারা জানতো। তাদের নেতৃত্বে হামলা হয়।
ডাহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম জানান, আমি দুরে থাকায় ফোনে বিষয়টি শুনতে পেরে মেম্বার ও দলীয় লোকজনদের ঘটনাস্থলে পাঠাই, এটি দুংখজনক ঘটনা । ক্ষতিগ্রস্তদের আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলেছি।
সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকি জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি।
মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply