সংবাদ দাতা:রাকিব মাহমুদ,রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ প্রতিনিধিঃরবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের
সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের উদ্যোগে অনলাইনে অনুষ্ঠিত হয় এই ভিন্নধর্মী অনুষ্ঠান।
করোনার মহামারীতে বন্ধ দেশের সকল বিশ্ববিদ্যালয়।বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও বিশ্ব আদিবাসী দিবসে দেশের একমাত্র সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ আয়োজন করেন ভিন্ন রকম একটি অনুষ্ঠান। উক্ত আয়োজন পরিচালনা করেন সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের শিক্ষার্থীরা।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ঐতিহ্য ও অধ্যায়ন বিভাগের বিভাগীয় প্রধান ফারহানা ইয়াসমিন বাতেন।এসময় স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের প্রভাষক রিফাত-উর-রহমান।আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উক্ত বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ তানভীর আহমেদ।ভিন্নধর্মী এই আয়োজনে শিক্ষার্থীরা ঝুমুর গান,আদিবাসী কবিতা আবৃতি, আদিবাসী গান,নৃত্য, প্রবন্ধ পাঠ ইত্যাদি উপস্থাপনের মাধ্যমে অনুস্থানটিকে জমকালো করে তোলে।জুমের মাধ্যমে সন্ধা ৬টায় অনুস্ঠানটি অনুষ্ঠিত হয়।এসময় বিশ্ববিদ্যালয়টির সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ আরও অনেকে অনুস্থানটি জুমের মাধ্যমে উপভোগ করেন।
Leave a Reply