পঞ্চগড় পৌরসভার পূর্ব ইসলমাপুর এলাকাযকরতোয়া নদীতে ডুবে ফজলে রাব্বী নামে ৪ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে জেলার পঞ্চগড় পৌরসভার শহরের পূর্ব ইসলামপুর এলাকার করতোয়া নদীতে এ দুর্ঘটনাটি।
জানা গেছে,মৃত শিশু ফজলে রাব্বি ওই এলাকার জহিরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার বিকেলে শিশু ফজলে রাব্বী বৃষ্টিতে ভেঁজার সময় সে সবার অগোচরে বাড়ির পাশে করতোয়া নদীতে নামে। এদিকে তার পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। এসময় তাকে খুজে না পেয়ে এক পর্যায়ে তাকে নদীতে ভাসতে দেখলে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে তার পরিবারের লোকজন,পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ নদীতে ডুবে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply