প্রতিদিনের সময় প্রতিবেদকঃ নরওয়ে আওয়ামী লীগ যথাযোগ্য ভাব গম্ভীর মর্যাদায় গতকাল সন্ধ্যায় জাতীয় শোক দিবস পালন করেন। প্রথম পর্বে আলোচনা সভা, দ্বিতীয় পর্বে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নরওয়ে আওয়ামী লীগের সভাপতি জনাব সৈয়দ ইফতেখার গনি (টিটু)অনুষ্ঠান সনচালনা করেন নরওয়ে আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব বিদ্যুৎ কাল
সভাপতি জনাব টিটু তার আলোচনায় বলেন বঙ্গ বন্ধুর জন্যই আজ আমারা বাংলাদেশ নামক একটি দেশ পেয়েছি এবং পিতা মুজিবের আদর্শ আমাদের মননে ধারন করতে হবে।
সনচালকের বক্তব্যে জনাব বিদ্যুৎ কাল বলেন ব্যাকতি মুজীবকে হত্যা করা গেলেও তার আদর্শকে বাংলার মানুষ, বাংলা নামের ভুখন্ড থেকে কখনোই মুছে ফেলতে পারবে না।
বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র একজন ব্যাকতিই নন, মুজিব মানে একটি প্রতিষ্ঠান, মুজিব মানে একটি ভুখন্ড যার নাম বাংলাদেশ, আর এই বাংলাদেশের মাটি ও মানুষের মাঝে বঙ্গ বন্ধু, ছিলো,আছে, ও থাকবে চিরকাল।
আলোচনায় অংশ নেন, জনাব মুসা, জনাব সাহাদাত হোসেন, উপস্থীত ছিলেন, জানাব শাব্বীর হেসেন, মকবুল হোসেন, মুহম্মদ মাসুম, সোহাগ প্রমুখ।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন নরওয়ে আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব বিদ্যুৎ কাল- ১৫ ই আগষ্টে নিহত সকল সহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply