বৈশ্বিক মহামারি করোনার কারণে দেরিতে হলেও নড়াইলের লোহাগড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে লোহাগড়া থানা কমপ্লেক্স হল রুমে তিনি এ মতবিনিময় করেন।
এ সময় তিনি সাংবাদিকদের সাথে উপজেলার আইনশৃঙ্খলার বিষয় নিয়ে কথা বলেন। ওসি সৈয়দ আশিকুর রহমান মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহসহ আইনশৃঙ্খলা রক্ষার জন্য সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা চান।
আগামী শনিবার থেকে তিনি মাদক নিমর্ূলে সাড়াশি অভিযান শুরু করবেন বলে জানান। এ সময় লোহাগড়া থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওসি সৈয়দ আশিকুর রহমান গত ২১.০৩.২০২০ইং তারিখে লোহাগড়া থানায় যোগদান করেন। #
Leave a Reply