আব্দুর রশিদ শাহ্, নীলফামারী: বাংলাদেশ-ভারতের পঞ্চম রেল যোগাযোগ হিসাবে অচিরেই চালু হচ্ছে চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ। আগামী ডিসেম্বর মাসের আগে চিলাহাটি-হলদিবাড়ী রেল লাইন পাতানোর কাজ শেষ করা হবে। দুই দেশের আলোচনার পর ডিসেম্বর অথবা মার্চ মাসের যে কোন দিন উদ্বোধন হতে পারে। এই রেলপথটি চালু হলেই বাংলাদেশের সাথে ভারত,নেপাল ও ভুটানে সাথে কম খরচে ব্যবসা বানিজ্য স্থাপন হবে এবং যাতায়াত করা যাবে। তেমনী এটি হবে দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ও লাভ জনক রেলপথ।
আজ শুক্রবার বিকাল পাঁচটায় নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলষ্টেশন হতে ভারতের সীমানা পর্যন্ত ৬.৭২৪ কিঃ মিঃ মধ্যে ৬.২৫০ কিঃ মিঃ রেল লাইন পাতানোর কাজ পরিদর্শন কালে বাংলাদেশ ভারত সীমান্তের জিরো পয়েন্টে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এ কথাগুলো বলেন।
রেলপথ মন্ত্রী আরো বলেন, চিলাহাটি-হলদীবাড়ি ইন্টারচেঞ্জ লিংক চালু হলেই বন্ধু প্রতিম দেশের মধ্যে উন্নয়নের দুয়ার খুলে যাবে,লাভবান হবে উভয় দেশ, বদলে যাবে উভয় এলাকার আর্থ সামাজিক চেহারা।এ সময় রেলপথ মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, রেলওয়ে মন্ত্রনালয়ের সচিব সেলিম রেজা,রেলওয়ে পশ্চিম জোনের মহাপরিচালক মিহির কান্তি গুহ, অতিরিক্ত মহাপরিচালক মঞ্জিরুল আলম চৌধুরী, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী,পুলিশ সুপার মকলেছুর রহমান বিপিএম,পিপিএম,ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,ইউএনও শাহিনা শবনম, সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেনসহ রেলওয়ে পশ্চিম জোনের কর্মকর্তাগণ।রেল লাইন পাতানোর কাজ পরিদর্শন শেষে তিনি চিলাহাটি রেল ষ্টেশন বর্ধিত করনের কাজ পরিদর্শন করে রেল ষ্টেশনে সংক্ষিপ্ত আলোচনা সভায় যোগদেন।
Leave a Reply