হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজ:যুক্তরাষট আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার গত ’১৪ ই সেপ্টম্বর সমবার বিকাল ৫নিউইয়কের জ্যাকসন হাইটসের ঢাকা ড্রাইভিং স্কুলে আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের উদ্দ্যেগে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক প্রকৌশলী মো:আলী সিদ্দিকিকে অন্যায় ,নিয়ম বহিভৃত বহিস্কার আদেশের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা সাবেক সভাপতি ড.সিদ্দিকুর রহমানের এই অবৈধ বহিস্কারের তিব্র নিন্দা,ক্ষোভ সহ এই অন্যায়ের জোরালো প্রতিবাদ জানানো হয় ।সকলে মিলিত ভাবে ষড়যন্ত্রের হোতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে সকল লিখিত অভযোগ প্ররনের অবৈধ কর্মকান্ডের ফিরিস্তি সহ মাননীয় সভানেএী বরাবরে লিখিত অভযোগ প্ররনের সিদ্ধান্ত গৃহিত হয় ।অধিকন্তু ইন্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকের অবৈধ বহিস্কার আদেশের বিরুদ্ধে বিভিন্ন কর্ম সুচি পালনের সিদ্ধানত গৃহিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগনেতা মেজবাহ আহমেদ এবং আওয়ামী লীগনেতা কায়কোবাদ খান সভা পরিচালনা করেন ।সভায় উপস্হিত সদস্য গনের মধ্য বক্তব্য রাখেন ড: প্রদিপ কর,ফারুক হুসাইন,কৃষিবিদ মকবুল হোসেন তালুকদার,শওকত আকবর রীচি, মিজানুর রহমান চৌধুরী সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, মো: আলী সিদ্দিকি,এ্যাড: শাহ মো:বখতিয়ারআলী, ফরিদআলম,শরীফ কামরুল আলম হীরা, ইলিয়ার রহমান,সাখাওয়াত হোসেন চনচল,আক্তার হোসেন, জালাল উদ্দিন,মোল্লা মাসুদ, সাদেকুল বদরুজজামান পাননা,অধ্যাপিকা শাহনাজ মমতাজ,রুমান আখতার,মোহম্মদ মাইনউদ্দিন ,আতাউর রহমান তালুকদার,মনজুর চৌধুরী,শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম,নাদের আলী,মিজানুল হাসান,মোল্লা দেলওয়ার হোসেন,কাজী সাইদুর রহমান,কাশেম ভুইয়া, বশির উদিদন আহমেদ প্রমুখ !
Leave a Reply