প্রবাসী ডেস্কঃ
হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ মালয়েশিয়ার পেনাং শাখার সভাপতি রায়হান জামিল ভূঁইয়া।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে তাঁর এ শোক জানিয়েছেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ মালয়েশিয়ার পেনাং শাখার সভাপতি রায়হান জামিল ভূঁইয়া তার বিবৃতিতে বলেন, আল্লামা শাহ আহমদ শফী হেফাজত ইসলাম বাংলাদেশের আমিরের দায়িত্ব পালনের পাশাপাশি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান এবং দারুল উলুম মঈনুল ইসলামের মুহতামিম ছিলেন। এই প্রবীণ আলেমের মৃত্যুতে শুধু মুসলিম উম্মাহরই নয়, পুরো দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। যা কখনও পূরণ হবার নয়। তারা তাঁর শোকশন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি আরও বলেন, আল্লামা শাহ আহমদ শফি ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। পাশাপাশি কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নেও ভূমিকা রেখেছেন।’
রায়হান জামিল ভূঁইয়া তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
Like this:
Like Loading...
Leave a Reply