নিজস্ব প্রতিবেদকঃ
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা উপকমিটি সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রসায়নবিদ ডক্টর মো: জাফর ইকবাল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দৈনিক প্রতিদিনের সময়ে এক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তিনি সে সূত্রে জানা গিয়েছে।
জন্মদিন উপলক্ষে পাঠানো বিশেষ বার্তায় রসায়নবিদ ডক্টর মো: জাফর ইকবাল বলেন, শুভ জন্মদিন বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রিয় নেত্রী শেখ হাসিনা। আধুনিক বিশ্বে বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য আপনার ভূমিকা বাঙ্গালী জাতি স্মরণ রাখবে। আপনার নেতৃত্বে বাংলাদেশের সকল মানুষ সম অধিকার নিয়ে যেকোন ধরনের বৈষম্যমুক্ত পরিবেশে বসবাস করার বাস্তব সম্মত উপযুক্ত পরিবেশ তৈরী করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। শুভ হোক আপনার আগামীর পথ চলা। আপনার সুদীপ্ত মেধার আলোয় আলোকিত হোক আগামী প্রজন্ম এবং সাফল্যের দীপ্তচ্ছটায় উদ্ভাসিত হোক বাংলাদেশের হীরক উজ্জ্বল অনাগত আগামী। মহান সৃষ্টিকর্তার নিকট আপনার সুস্বাস্হ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নব পর্যায়ের বাংলাদেশের ইতিহাসের নির্মাতা। হিমাদ্রী শিখর সফলতার মূর্ত-স্মারক, উন্নয়নের কাণ্ডারি। উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের রূপকার। বাঙালির আশা-আকাক্সক্ষার একান্ত বিশ্বস্ত ঠিকানা, বাঙালির বিশ্বজয়ের স্বপ্ন-সারথী। বিশ্বরাজনীতির উজ্জ্বলতম প্রভা, বিশ্ব পরিমণ্ডলে অনগ্রসর জাতি-দেশ-জনগোষ্ঠীর মুখপাত্র, বিশ্বনন্দিত নেতা। বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা ‘নীলকণ্ঠ পাখি’, মৃত্যুঞ্জয়ী মুক্তমানবী। তিমির হননের অভিযাত্রী, মাদার অব হিউম্যানিটি। আত্মশক্তি-সমৃদ্ধ সত্য-সাধক। প্রগতি-উন্নয়ন শান্তি ও সমৃদ্ধির সুনির্মল-মোহনা। এক কথায় বলতে গেলে সমুদ্র সমান অর্জনে সমৃদ্ধ শেখ হাসিনার কর্মময় জীবন।
Leave a Reply