অনলাইন ডেস্কঃ গত ৯ অক্টোবর রোজ শুক্রবার বাংলাদেশ জাতীয় অনলাইন প্রেসক্লাবের যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পেয়েছে। দৈনিক আলো পত্রিকা নির্বাহী সম্পাদক ম. জয়নুল আবেদীন রোজকে সভাপতি এবং মৌলভীবাজার ২৪ পত্রিকার যুক্তরাজ্য প্রতিনিধি আজিজুল আম্বিয়াকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের একটি পূর্ণাঙ্গ ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন- ১. খাঁন জামাল নুরুল ইসলাম, সিনিঃ সহ-সভাপতি (বিশেষ প্রতিনিধি লন্ডন বাংলা টাইমস) ২. হাফসা ইসলাম, সহ-সভাপতি (ব্যবস্থাপনা পরিচালক রিল্যাক্স রেড়িও ও টিভি), ৩.মোঃ ইসলাম উদ্দিন, সহ-সভাপতি (প্রতিনিধি ইউকেবাংলা ডট কম) ৪. মুহাম্মদ আব্দুল গনি, সহ-সভাপতি (প্রতিনিধি এনএল ২৪ টিভি) ৫. জাকির হোসেন, সহ-সভাপতি (বিশেষ প্রতিনিধি বাংলা সংলাপ) ৬. এডঃ আয়েশা খাতুন পপি, সহ-সভাপতি প্রতিনিধি রিল্যাক্স টিভি) ৭. ফাতিমা তাহিরা জিনিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (প্রতিনিধি রিল্যাক্স রেডিও) ৮. উম্মেল উলুরা, যুগ্ম সাধারণ সম্পাদক (একুশের আলো ডট কম) ৯. ফেরদৌস আরা পাখি, যুগ্ম সাধারণ সম্পাদক (চেয়ারম্যান জি টিভি বাংলা ডট কম) ১০. ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক (বিশেষ প্রতিনিধি জুরিবার্তা ডট কম) ১১. মোঃ জয়নুল আবেদীন, অর্থ সম্পাদক (প্রতিনিধি দি গ্রেট বাংলা টুডে) ১২. শিলা আবেদীন, দপ্তর সম্পাদক (প্রতিনিধি বিজয় নিউজ ২৪ ডট কম), ১৩. এডঃ দেওয়ান তালহা কিবরিয়া, আইন বিষয়ক সম্পাদক (লন্ডন প্রতিনিধি সিএনবাংলা টেলিভিশন), ১৪. জুবের আহমেদ বেলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক (প্রতিনিধি মৌলভীবাজার ২৪) ১৫. শামিমা আখতার, প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক (প্রতিনিধি দি গ্রেট বাংলা টুডে), ১৬. ডাঃ গোলাম সাজিদ রুবেল, ক্রিরা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক (প্রতিনিধি বাংলা ৩৬৫ ডট কম), ১৭. হেলেনা ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক (বিশেষ প্রতিনিধি জিবি টিভি, ইউকে বিডি টিভি) ১৮. সুজন অর রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক (প্রতিনিধি দৈনিক কাজীবাজার ডট কম), ১৯. সোহেল সরকার, সহ সাংগঠনিক সম্পাদক (বিশেষ প্রতিনিধি সিএন বাংলা টেলিভিশন), ২০. রেজাউল ইসলাম খাঁন, সহ সম্পাদক (প্রতিনিধি ইউরোবাংলা নিউজ), ২১. মোঃ রাশেদুল হক, সহ সম্পাদক, (প্রতিনিধি দৈনিক আলো), ২২. তওহীদ ফিতরাত হোসেন, নির্বাহী সদস্য (প্রতিনিধি দৈনিক উত্তর পূর্ব সিলেট), ২৩. মকিস মনসুর, নির্বাহী সদস্য (কার্ডিফ প্রতিনিধি, এটিএন বাংলা), ২৪. হিরা আহমেদ, নির্বাহী সদস্য (বিশেষ প্রতিনিধি একুশের আলো), ২৫. শেখ নুরুল ইসলাম, নির্বাহী সদস্য (প্রতিনিধি গ্লোব টিভি, জিবি টিভি), ২৬. কাজী নুরুজ্জামান, নির্বাহী সদস্য (প্রতিনিধি সংযোগ ২৪), ২৭. আনোয়ার খাঁন, নির্বাহী সদস্য (প্রতিনিধি মৌলভীবাজার ২৪), ২৮. এমদাদুল হক রাসেল, নির্বাহী সদস্য (প্রতিনিধি দৈনিক নাগরিক কন্ঠ), ২৯. সাথী উদ্দিন, নির্বাহী সদস্য (প্রতিনিধি দৈনিক আলো)।
Leave a Reply