রবিন খান, স্টাফ রিপোর্টারঃ সনাতন ধর্মালম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
শুক্রবার রাতে সিংড়া উপজেলার পৌর এলাকার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন। রাতে পৌরসভার ঠাকুর বাড়ি, সিংড়া বাজার মরিচপট্টি, মহামায়া ও ইউনাইটেড ইয়াং ক্লাব দুর্গা মন্দির পরিদর্শনের এসময় প্রতিমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক রয়েছে। একে অপরের সুখ -দুখের সাথী। সকল ধর্মের মানুষ এক সাথে উৎসব পালন করে থাকেন। তিনি শান্তিপুর্নভাবে উৎসব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ,পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, পুজা উদযাপন পরিষদ নেতা বিশ্বনাথ দাস কাশীনাথ,উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল প্রমুখ।
Leave a Reply