আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার ধুকুরিয়া ইউনিয়নের মবুপুর গ্রামের খাদিজা খাতুন (২৪) নামের এক গৃহ
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
শুক্রবার (২৩অক্টোবর) দিবাগত রাতের যে কোন সময় শয়ন ঘরে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ মবুপুর গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় খাদিজা তাঁর শয়ন ঘরে না খেয়ে শুয়ে পরে। তার পরিবারের লোক রাতের খাবার খাওয়ার জন্য ডাকতে আসলে কোন সাড়া মেলেনি। পরবর্তীতে তারা দরজা ভেঙ্গে প্রবেশ করে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় দেখতে পায়।
এব্যাপারে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে প্রেরণ করা হয় । এছাড়াও থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply