বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের প্রিয় মুখ ইদ্রিস খানকে ইউপি সদস্য হিসেবে চান এলাকাবাসী। আসছে আগামী বছর,২০২১ সালে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সকলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। সকলেই চাইছে তাদের পরিচিত ও জনগনের বিপদের বন্ধু নির্বাচিত করতে। আর এরই ধারাবাহিকতায় সকলের সামনে যে মুখটি ভেসে উঠছে তিনি হলেন ইদ্রিস খান।
এ বিষয়ে জানতে চাইলে মশিউর রহমান বলেন,”আমরা সবসময় চাই একজন সৎ,নিষ্ঠাবান, গরিবের বন্ধুকে বেছে নিতে। আর এই সকল গুনের অধিকারী খুজে পাওয়া ভার। কিন্তু এই ইদ্রিস খানের মধ্যে এর প্রত্যেকটি গুন বিদ্যমান। আমরা এই ওয়ার্ডবাসী তার মত একজন সদস্য পেলে ধন্য হবো। আমরা এলাকাবাসী চাই তিনি যেন নির্বাচন করেন এবং আমাদের পাশে থেকে আমাদের আপদে-বিপদে পাশে এসে দাড়ায়।” তিনি আরও বলেন,”আমাদের এলাকার আনাচে কানাচের প্রত্যেকটি মানুষ আমাদের হৃদয়ের অন্তস্থল থেকে তার মঙ্গল কামনা করছি এবং তিনি যদি নির্বাচন করেন তাহলে আমরা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করে বিজয়ের বেশে আমাদের মুকুট হিসেবে ধরে রাখব।” ইদ্রিস খান বলেন,”এলাকার মানুষ চাচ্ছে আমি নির্বাচন করি।আসলে মানুষের পাশে থাকলে প্রতিনিধি না হয়েও থাকা যায়। এজন্য প্রয়োজন প্রবল ইচ্ছা আর মানুষকে সাহায্য করার মত মনোবল।সবাই চাইলে আমি অবশ্যই আমার ভাই-বন্ধুদের পাশে থাকব।” উল্লেখ্য, তিনি গুঠিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তেরদ্রোন গ্রামের বাসিন্দা।
জা-বি
Leave a Reply