মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে তাদের মাঝে কম্বল বিতরণ করছেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজ উদ্দিন। হঠাৎ করেই জেঁকে বসেছে শীত, আর এই শীতে প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে সবচেয়ে বেশি কষ্টে আছেন দুস্থ্য ও অসহায়, ছিন্নমুল ও বৃদ্ধ মানুষ। শীতের এই তীব্রতা বাড়ার সাথে সাথে বাড়ছে তাদের কষ্ট। অসহায় এসব মানুষের কষ্ট লাঘবে অসহায় শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের কম্বল শনিবার গভীর রাতে দুস্থ্য ও অসহায় ছিন্নমুল মানুষের কাছে ছুটে গিয়ে উষ্ণতার পরশ বুলিয়ে তাদের গায়ে জড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন। শীতের রাতে একটি কম্বল পেয়ে অসহায় মানুষ গুলো বেশ খুশি হয়েছে। অসহায় ছিন্নমূল মানুষের জন্য এই কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাফিউল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সোহানুর রহমান ও গণমাধ্যম কর্মিবৃন্দ।
Leave a Reply