ফেনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম ইউসুফ আলী সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন।রবিবার (২৯ নভেম্বর) রাতে সদর উপজেলার ফেনী- মাইজদী মহাসড়কের মাথিয়ারা কাজীবাড়ী সংলগ্ন স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। জানা যায়,পেশাগত কাজ শেষে ফেনী থেকে মোটরসাইকেল যোগে জেলার দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউপির গজারিয়া গ্রামের নিজ বড়ীতে ফিরছিলেন তিনি। এসময় পাঁচগাছিয়া ইউপির মাথিয়ারা এলাকায় পৌঁছলে সড়কের পাশের কেটে রাখা গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ ছিড়কে পড়ে যান সাংবাদিক ইউসুফ। এঘটনায় হাত- পাসহ শরীরের আরও একাধিক স্থানে যখম পেয়েছেন তিনি। ক্ষতিগ্রস্থ হয়েছে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও। দি নিউজ টুড়ে ও দৈনিক অধিকার’ র জেলা প্রতিনিধি এবং ফেনীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ফেনী রিপোর্ট সম্পাদক আহত সাংবাদিক ইউসুফ দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। একইসাথে মহাসড়কের পাশে রাখা গাছগুলো দ্রুত সরিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ প্রদান করে প্রশাসনের পক্ষ থেকে দাযিত্বশীল ভূমিক প্রত্যাশা করেন তিনি। অন্যথায়,ওই সড়কে যাতায়াতকারী যানবাহনসহ সাধারণ মানুষ যে কোন সময় আরও বড় ধরনের দূর্ঘটনার শিকার হতে পারেন বলে শংকা প্রকাশ করেন তিনি।
প্রতিদিনের সময়/জা-বি
Leave a Reply