মোঃ মারুফবিল্লাহ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃসাতক্ষীরা কালিগঞ্জ উপজেলাধীন ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর মৌজার প্রায় শতবছরের দখলকৃত সরকারি রাস্তা জনস্বার্থে দখলমুক্ত হয়েছে। ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উক্ত মৌজার জমি সরকারি ম্যাপ অনুযায়ী মাপামাপির মাধ্যমে এই রাস্তাটি দখলমুক্ত করা হয়। সরেজমিনে জানা যায়, কামদেবপুর মৌজার (জে.এল নং-৩৪, আর.এস দাগ নং-৬৮, ১৩৫, ৫২) নূর আলী গাজীর বাড়ির আঙ্গীনা হইতে খারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সরকারি রাস্তাটি প্রায় শতবছরের। দীর্ঘদিনের এই রাস্তাটি পার্শ্ববর্তী মানুষের জমির মধ্যে দখলকৃত ছিলো। এই মৌজায় সরকারি রাস্তা আছে এটা অনেকের অজানা ছিলো। বিষয়টি জানাজানি হওয়ার পর ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের নুর আলী গাজীর পুত্র ৩৩ ও ৩৫ তম বি.সি.এস নন ক্যাডার মোঃ শফিকুল ইসলাম জনস্বার্থে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক রাসেল বরাবর আবেদন করেন। তার আবেদনটি উপজেলা নির্বাহী অফিসার আমলে নিয়ে ভাড়াশিমলা ইউনিয়ন ভূমি অফিসের উপর তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। উপজেলা নির্বাহী অফিসের নির্দেশে ভাড়াশিমলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শেখ ইউনুচ চিশতী বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করেন। যার প্রেক্ষাপটে বুধবার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শেখ ইউনুচ আলীর নেতৃত্বে রাস্তাটি কোন রকম গোলযোগ ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে দখলমুক্ত হলো। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ নাসিরউদ্দীন, সার্ভেয়ার রাশেদুল আলম সহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শেখ ইউনুচ চিশতী এই প্রতিনিধিকে জানান, রাস্তাটি দখলমুক্ত করতে এসে কোনরকম বাঁধার সম্মুখীন হয় নাই। বরং আশেপাশে বসবাসকারী সকলের সর্বাত্মক সহযোগীতা পেয়েছি। রাস্তাটি দখলমুক্ত হওয়ায় এলাকার সবাই খুশি।
Leave a Reply