বাগমারা প্রতিনিধিঃবাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান হামিরকুৎসা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম বাবু । দলীয় মনোনয়ন প্রাপ্তির লক্ষে এরমধ্যে তিনি জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এলাকার আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং নিজের সম্ভাব্য প্রার্থীতার ঘোষণা দিচ্ছেন। দলে তার শ্রম ও ত্যাগ বিবেচনা করে তাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে বলে তিনি আশাবাদী।
হাফিজুল ইসলাম বাবু ২০১৩ সাল থেকে হামিরকুৎসা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে দ্বায়িত্ব পালন করছেন। তিনি দির্ঘ্য দিন ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
এছাড়া ইউনিয়নের অর্জুনপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিদ্যুৎসায়ী হিসেবে দ্বায়িত্ব পালনের পাশাপাশি মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন সমাজ কল্যান মূলক কাজ করে যাচ্ছেন।
এদিকে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে গৃহবন্ধী গরীব, অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি।
হাফিজুল ইসলাম বাবু বলেন, ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পূক্ত রয়েছি। ইউনিয়নের প্রতিটি গ্রামে তার অনেক কর্মী-সমর্থক রয়েছে।আমার বাবাও ২০০০ সাল থেকে অর্জুনপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। আমার পুরো পরিবার আওয়ামী লীগের নিবেদিত প্রান।তিনি আরো বলেন,আমি সরকারী বরাদ্ধের পাশাপাশি ব্যক্তিগতভাবে এলাকার উন্নয়ন কর্মকান্ডে অংশ গ্রহণ করেছি। গরীব-দুঃখি মানুষের পাশে দাঁড়িয়েছি। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে আমি আরো বেশি কাজ করতে চাই। আওয়ামী লীগের উন্নয়ন তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমি দলের প্রার্থীতা চাইবো। আমার একটাই লক্ষ্য, এলাকার উন্নয়নে অবদান রাখা। সে হিসেবে দল থেকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন। তিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন করতে পারবেন বলে জানান।
Leave a Reply