ফরিদপুরের ভাঙ্গায় বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি আলহাজ্ব শাহজাহান হাওলাদার করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ এবং জনসচেতনতা তৈরীতে নানা কর্মসূচী গ্রহন করেছেন। গতকাল সকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের তার নিজ বাড়ি পুকুরপাড় গ্রাম থেকে আগামী ইউ,পি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি মোটর শোভাযাত্রা সহকারে এলাকার বেশ কয়েকটি স্থানে জনসাধারনের মধ্যে সচেতনতামূলক প্রচারনা এবং তাদের মাঝে কয়েক হাজার মাস্ক বিতরন করেন।
প্রচারনায় ২ শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। বেশ কয়েকটি জনাকীর্ণ স্থানে আলহাজ্ব শাহজাহান হাওলাদার বলেন, “জনগনের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরীতে করোনাকালীন সময়ে মাস্ক বিতরণ, অসহায়দের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণসহ জনগনের দোরগোড়ায় গিয়ে তাদের আপদে বিপদে এগিয়ে আসার চেষ্টা করছি। আমি আগামী নির্বাচনে নির্বাচিত হলে আজিমনগর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করব।”
এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মীনি শিউলি হাবীব, ইউপি সদস্য জহির হাওলাদার, ভাতিজা এনায়েত হাওলাদার, ও শিশু মিয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য যে,দীর্ঘদিন যাবৎ তিনি জনপ্রতিনিধি না হয়েও এলাকার মানুষের সুখে-দুখে পাশে থেকে জনসেবামূলক কাজ করে ইতিমধ্যেই আলোচনায় এসেছেন।
Leave a Reply