রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে “আগামীর রাজশাহী” অনলাইন নিউজ পোর্টালের অফিস উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) বিকাল ৫ টায় রাজশাহী নগরীর মতিহার থানার ধরমপুর বিস্কুট ফ্যাক্টরি এলাকায় অফিসটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে “আগামীর রাজশাহী” অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক আল আমিন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক সংরক্ষিত মহিলা কাউন্সিলর (২৫, ২৮ ও ২৯) লাইলি বেগম এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন “আগামীর রাজশাহী”র উপদেষ্টা ও জাতীয় মহিলা শ্রমিক লীগ রাজশাহী জেলা শাখার সভাপতি শাহনেওয়াজ ইসলাম লাইজু।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও সঞ্চালনায় ছিলেন দৈনিক সকালের সময়’র রাজশাহী ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক উপচার’র ভারপ্রাপ্ত সম্পাদক নুরে ইসলাম মিলন, সহ-ব্যবস্থাপনা সম্পাদক এহসান হাবিব তারা, মানবাধিকার সাংবাদিক সংগঠণ আইএইচসিআরএফ সভাপতি মিজানুর রহমান পাইলট, সাধারণ সম্পাদক সাংবাদিক সাগর নোমানী, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, অনলাইন নিউজ পোর্টাল আগামীর রাজশাহী’র নির্বাহী সম্পাদক শাহনেওয়াজ প্রিন্স, প্রতিনিধি মরিয়ম মনি প্রমুখ।
Leave a Reply