নাগরপুর প্রতিনিধি(টাঙ্গাইল)
টাঙ্গাইলের নাগরপুরে ২১ আগস্ট ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৭তম দিবস পালিত হয়েছে ।
দিবসটি উপলক্ষে শনিবার (২১ আগস্ট) সকালে ধুবড়িয়া ইউনিয়নে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর ছোট ভাই মুজিবুল ইসলাম পান্নার নিজ বাসভবন শান্তি কুটিরে ইউনিয়ন আওয়ামী লীগ,সহযোগি ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের উদ্দ্যোগে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.মোকছেদুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. শিহাব উদ্দিন মাস্টারের পরিচলনায় উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.শাহিদুল ইসলাম অপু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ পান্না, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, গয়হাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজিব আহম্মেদ রাজু, গয়হাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সম্রাট সহ ইউনিয়ন আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদের স্মরনে দোয়া মাহফিল পরিচালনা করা হয়।
Leave a Reply