1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ঈশ্বরদীতে নাইট ক্রিকেট টুর্ণামেন্টে ডিবিকেএসপি চ্যাম্পিয়ন ভূল্লীতে চেয়ারম্যান প্রার্থী মোশারুলের ‘মটর সাইকেল’ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূল্লীতে চেয়ারম্যান প্রার্থী তুষারের ‘ঘোড়া’ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন চতুর্থ দিনেও ঢাকার জনগণের মাঝে হাবিব হাসান ভূল্লীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান মে দিবস পালিত পথচারী ও রিক্সা শ্রমিক মাঝে দুই এলাকায় পানি ও খাবার স্যালাইন বিতরণ বৃষ্টির আশায় ঠাকুরগাঁওয়ে ব্যাঙের বিয়ে দ্বিতীয় দিন ও ঢাকার জনগণের পাশে হাবিব হাসান বালিয়া ইউপি উপ-নির্বাচনে সদস্য পদে এনামুল বিজয়ী

বঙ্গবন্ধু গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে ২০২১: প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৩৩১ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ক্রীড়া সংস্থা গরিঝিয়া মনফালকোনে ইতালী কতৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে “বঙ্গবন্ধু গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১” এর ১ম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলার প্রথম ম্যাচে অংশগ্রহণ করেন সকল সকাল সন্ধ্যা ক্রিকেট ক্লাব বনাম জুনিয়র অফ মনফাকোন। দিনের অপর ম্যাচে অংশগ্রহণ করেন ১৯৫২ ক্রিকেট ক্লাব বনাম ভাই-বন্ধু ক্রিকেট ক্লাব।

রবিবার (৩১অক্টোবর) দুপুর ১২ টায় গরিঝিয়া মনফালকোনে Via timavo (Enfap School সংলগ্ন) এর মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমে টচে জিতে জুনিয়র অফ মনফালকনের দলীয় অধিনায়ক দীপ্ত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। জুনিয়র অফ মনফালকনে নির্ধারিত ১০ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে তারা ১২০ রান সংগ্রহ করে।

জবাবে, সকাল সন্ধ্যা ক্রিকেট ক্লাব ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। ফলে, তারা ৮ উইকেটে জয়ী হয়। খেলায় সকাল সন্ধ্যা ক্রিকেট ক্লাবের খেলোয়াড় শাকিল ২৩ রান এবং ২ উইকেটে সংগ্রহ করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলায় মাঠে আম্পায়ার এর দায়িত্ব পালন করেন রাজিব হোসেন এবং জারিফ হোসেনএবং স্কোরার ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।

বিকাল ৪ টায় গরিঝিয়া মনফালকোনে Via timavo (Enfap School সংলগ্ন) এর মাঠে অনুষ্ঠিত খেলায় ভাই বন্ধু ক্রিকেট ক্লাবের দলীয় অধিনায়ক খলিল হোসাইন টচে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ১৯৫২ ক্রিকেট ক্লাব নির্ধারিত ১০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে তারা ৭১ রান সংগ্রহ করে।

জবাবে, ভাই-বন্ধু ক্রিকেট ক্লাব ৯.৩ ওভার ব্যাট করে ৩উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে জয়ের লক্ষে পৌঁছে যায় । তারা ৭ উইকেটে জয় লাভ করে ।খেলায় ভাই বন্ধু ক্রিকেট ক্লাবের খেলোয়াড় সাউথ ৪২ রান নিয়ে মেন অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলায় মাঠে আম্পায়ার এর দায়িত্ব পালন করেন রুহুল আমিন হাওলাদার এবং আপেল রইস। স্কোরার ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলামিন মিয়া।

আজকের অন্য দুটি খেলা ছিল:
ভাই-বন্ধু ক্রিকেট ক্লাব বনাম সাজ ইম্পিয়ান্টি ভেনিস এবং ১৯৫২ ক্রিকেট ক্লাব বনাম সাজ ইম্পিয়ান্টি ভেনিস।
উক্ত দুটি খেলায় সাজ ইম্পিয়ান্টি ভেনিস উপস্থিত না হওয়ার কারণে বঙ্গবন্ধু গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর নিয়মাবলী অনুযায়ী একটি খেলায় ভাই-বন্ধু ক্রিকেট ক্লাব এবং অন্য খেলায় ১৯৫২ ক্রিকেট ক্লাবকে বিজয়ী বলে গণ্য করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা -ইসমাইল হোসাইন, উপদেষ্টা – ইয়াকুব প্রধান, উপদেষ্টা- ওলি মিয়া, উপদেষ্টা -রুহুল আমীন হাওলাদার, উপদেষ্টা -রুবেল মিয়া, সভাপতি -মারুফ পারভেজ, সিনিয়র সহ সভাপতি ওমর খৈয়াম পাঠান ,সহ-সভাপতি -শাওন আহমেদ, সহ সভাপতি ডালিম মিয়া,সাধারণ সম্পাদক -রুমেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক -রনি খান, যুগ্ম সাধারণ সম্পাদক সজিব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক -আপেল রইস, সাংগঠনিক সম্পাদক -শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক -খলিল হোসাইন,সাংগঠনিক সম্পাদক -আল-আমিন মিয়া, সাংগঠনিক সম্পাদক – সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক -হাসান রকি, , শরিফ মিয়া -সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সন্মানিত সদস্য – ,সেলিম মিয়া ও প্রমুখ।
খেলা শেষে বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালি এর সম্মানিত সভাপতি জনাব জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক আব্দুর রশিদ টেলিফোনে বিজয়ী দলদের শুভেচ্ছা জানায়।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

%d bloggers like this: