 
																
								
                                    
									
                                 
							
							 
                    
সুজন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ার একটি নির্মাণাধীন ভবন থেকে ২৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গরবার (১৭ মে) বিকেল ৩টার দিকে এগুলো অস্ত্র উদ্ধার করা হয়।
অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহম্মদ জাহাঙ্গীর হোসেন।
স্থানীয়রা জানান, এটি একটি পুরাতন ভবন ছিল। ভবনটি ভেঙ্গে নতুন করে নির্মাণ কাজ শুরু হয়েছে। আর্মির ব্রিগেডিয়ার নাজির হাওলাদার নামে একজন বীর মুক্তিযোদ্ধার বাড়ি ছিল এটি। মুহাম্মদ হানিফ নামে এক ব্যক্তি পুরাতন বাড়ি ভেঙ্গে নতুন করে বাড়ি বানানোর জন্য নির্মাণ কাজ শুরু করলে মাটি করার সময় শ্রমিকরা অস্ত্র দেখতে পান।
পুলিশ সুপার বলেন, অস্ত্রগুলো পরিত্যক্ত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় অস্ত্রগুলো ব্যবহৃত হয়েছিল।
পুলিশ সুপার জানান, ভবন নির্মার্ণের জন্য শ্রমিকরা মাটি খুরলে অস্ত্র দেখতে পান। তারপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে এখন পর্যন্ত এ পরিমাণ অস্ত্র উদ্ধার করে। আরও অস্ত্র আছে কিনা তা জানতে পুলিশ কাজ করছে। ভবনের মালিককে খবর দেয়া হয়েছে৷ তিনি পঞ্চগড়ে থাকায় আসদে দেরি হচ্ছে। আমরা তার জন্য অপেক্ষা করছি।
Leave a Reply