নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে সরকার কর্তৃক পরিচালিত খোলা বাজারে চাল বিক্রির শুরু হয়েছে। বৃস্পতিবার (১ সেপ্টেম্বর) খাদ্য অধিদপ্তর, খাদ্য মন্ত্রণালয় বাস্তবায়নে নাগরপুর সদর ও মামুদনগর ইউনিয়নে ওএমএস /দোকানের মাধ্যমে আজ থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু বকর সিদ্দিক, খাদ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবীর প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, সরকারের ঘোষনা অনুযায়ী নিম্ন আয়ের মানুষ ৩০ টাকা দরে জনপতি ০৫ কেজি করে চাল কিনতে পারবেন। দুইটি ডিলারের মাধ্যমে নাগরপুর উপজেলায় এ কার্যক্রম আগামী তিন মাস পর্যন্ত চালু থাকবে।
Leave a Reply