নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
ট্ঙ্গাাইলের নাগরপুরে বঙ্গবন্ধুর জীবনীর উপর বই লেখক সেই ইঞ্জিনিয়ার উপজেলা আওয়ামীলীগ অফিসে ৫০টি চেয়ার উপহার দিয়ে প্রসংশার শীর্ষে এসেছেন তিনি।
শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা আওয়ামীলীগ অফিসে এ চেয়ার সমূহ উপহার হিসেবে প্রদান করেন। সে উপজেলার ধুবড়িয়া এলাকার মোঃ মোশারফ হোসেনের সুযোগ্য ছেলে মোঃ সাজ্জাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার আওয়ামীগের সাধারণ সম্পাদক ও নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ কুদরত আলী, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খালিদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ভিপি বিএমএম জহুরুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য প্রমুখ।
উপস্থিত নেতাদের ধন্যবাদ পেয়ে সাজ্জাদ হোসেন বলেন, আমি ছাত্রকাল থেকেই বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বড় হয়েছি। তাই প্রধান মন্ত্রীর হাতকে আরও শক্তিশালীর করার লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দের সাথে এক যুগে কাজ করার জন্য আমার এ ক্ষুদ্র উপহার। উপজেলা আওয়ামীলীগের সাথে মিলে মিশে এক হয়ে কাজ করে যাবে বলেও এসময় বলেন তিনি।
Leave a Reply