নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ওয়াহিদুজ্জামান ।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বীথি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি তালিকা পেয়েছি। এতে উপজেলা নির্বাহী অফিসার ক্যাটাগরিতে ওয়াহিদুজ্জামান কে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার নির্বাচিত করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অফিস তথ্য মতে , জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি টাঙ্গাইল জেলার সভাপতি জেলা প্রশাসক ড.মোঃ আতাউল গনি, সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আবুল কালাম আজাদ।যে সব বিষয়ের উপর ভিত্তি করে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত করা হয়েছে, নিয়মিত বিদ্যালয় মনিটরিং, ঝরে পরা রোধ কল্পে মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, দরিদ্র শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ,মেধা পুরস্কার বিতরণ, কাবিং কার্যক্রম বেগবান, বঙ্গবন্ধু কর্ণার স্থাপন, প্লে কর্ণার স্থাপনে ভূমিকা, ক্ষুদে ডাক্তারদের প্রশিক্ষণ,বৃক্ষরোপনে উৎসাহিত করণ, নদী ভাঙ্গন বিদ্যালয়ে পাঠদান সচল রাখতে নতুন গৃহ নির্মাণ সহ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নানাবিধ কার্যক্রমে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান বলেন , আলহামদুলিল্লাহ,কাজের স্বীকৃতি মানে দায়িত্ববোধ আরও বেড়ে যাওয়া যা নতুন করে পথচলা আরও বেগবান করে। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা টাঙ্গাইল জেলার শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের প্রতি। বিশেষ কৃতজ্ঞতা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) স্যার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।
Leave a Reply