নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নে সুরহাব হত্যার সুষ্ঠ তদন্ত, ন্যায় বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘন্টা ব্যাপি বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সলিমাবাদ রোডের সামনে বেকড়া গ্রামের নিহত সুরহাব মিয়ার পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতর পরিবার ও এলাকাবাসী।
উল্লেখ্য, জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় গত বুধবার সকালে উপজেলার বেকড়া ইউনিয়নের দক্ষিন বেকড়া গ্রামে এ ঘটনায় একই পরিবারে ৬ জন আহত হয়। এর মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে সুরহাব মিয়ার অবস্থা আরো অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়া হয়। ৪ দিন চিকিৎসার পর ১৩ নভেম্বর শনিবার রাতে চিকিৎসাধিন অবস্থায় সুরহাব মিয়ার মৃত্যু হয়।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাজ্জাদ হোসেন বলেন,এ ব্যাপারে নাগরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসানীদের গ্রেপ্তারের কার্যক্রম অব্যহত রয়েছে।
Asamider Namaer Talika Din