সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ-
মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন ৪৯ বিজিবি।
মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক দিনব্যপী
বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ ১৬ ডিসেম্বর ২০২২ সকাল ৯টার সময় শার্শার কাশিপুর বিওপির কাশিপুর হাই স্কুল প্রাঙ্গনে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী উপস্থিত থেকে উক্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্প এর শুভ উদ্বোধন করেন।
দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা যশোরের শার্শা উপজেলার অন্তর্গত কাশিপুর বিওপিতে এই ক্যাম্প পরিচালনাকরা হয়।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, এই ক্যাম্পেইনে পুরুষ-৯৫ এবং নারী-২৬০ জনসহ সর্বমোট ৩৫৫ জন জনসাধারণকে এই সেবা প্রদান করা হয়েছে। যথাযথ সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণের সাথে এই ক্যাম্প পরিচালনা করা হয়। সকল
সেবা গ্রহীতার মাঝে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিনামূল্যে বিতরণসহ বিভিন্ন সেবা দেওয়া হয়েছে।
Leave a Reply