সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু।
আজ বুধবার ২৫ জানুয়ারি বিকেল চারটার সময় জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঠাকুরগাঁও পৌর এলাকার নিশ্চিন্তপুর ও শাহপাড়া গ্রামের আসাদুজ্জামান ও রাশেদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক বাসস্ট্যান্ড এলাকার বিআরটিসি কাউন্টারের সামনে পৌঁছালে পাশের একটি ফিলিং স্টেশন থেকে দুই মোটরসাইকেল আরোহী মহাসড়কের উপরে উঠতে গেলেই পেছন থেকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই মোটরসাইকেল আরোহী।
পরে প্রশাসনের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এঘটনায় মালবাহী ট্রাকটি আটক করেছে পুলিশ তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ বিষয়ে জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। ড্রাইভার ও হেলপার কে আটকের জন্য পুলিশ কাজ করছে।
Leave a Reply