1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
৪৯ বিজিবির অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক-১ নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে হাসান ইকবালের শোক ঠাকুরগাঁওয়ে ইতিহাস হয়ে দাঁড়িয়ে বিস্তৃত ২২০ বছরের সূর্যপুরী আমগাছটি রেলের সরাঞ্জাম নিয়ন্ত্রকের দূর্নীতি’র সংবাদ প্রকাশ, সাংবাদিককে হুমকি, অভিযোগ দাখিল ঠাকুরগাঁওয়ে মসজিদের নির্মাণাধীন ঘর ভাংচুর, ক্ষুব্ধ এলাকাবাসী রমজানে বাজার স্থিতিশীল রাখতে বেনাপোল বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান মহাত্মা গান্ধী পিচ অ্যাওয়ার্ড পেলেন রসায়নবিদ ড. মো. জাফর ইকবাল নড়াইলে অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা নড়াইলের ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরনী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যখাতের অনেক ক্ষেত্রেই আমূল পরিবর্তন এনেছেন -রমেশ চন্দ্র সেন

লক্ষীরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪০ জন পড়েছেন

সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: মহান ভাষা শহীদের মাস ফেব্রুয়ারী, সেই ভাষার মাসে লক্ষীরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন করা হয়।

মঙ্গলবার ( ১৪ ফেব্রুয়ারী ) সকাল ১১ ঘটিকায় ভূল্লী থানার ০৪নং বড়গাঁও ইউনিয়নে অবস্থিত লক্ষীরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনার শুভ উদ্বোধন করা হয়।

লক্ষীরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশী।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভূল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৪ নং বড়গাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক মনিরঞ্জন দেবনাথ মনি, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম হেলাল, ভূল্লী প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সুজন আলী, দপ্তর সম্পাদক জুলফিকার আলী, সদস্য ওমর ফারুক সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহা. সাদেক কুরাইশী বলেন, শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে প্রতিটি শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, তাদের মানুষের মতো মানুষ করতে হলে এবং তাদের সুশিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, প্রতিটি পরিবার থেকে যদি একজন ছেলে মেয়েও মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলা যায়, তাহলেই সেই পরিবার, সমাজ ও দেশ আলোকিত হবে। তাই ভালো ফলাফলের পাশাপাশি ছেলেমেয়েদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহব্বান জানান তিনি।

এছাড়াও এসময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন মূলক কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করে দিবেন বলেও জানান।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা