নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা বলেছেন, হাঁটি হাঁটি পা পা করে ঢাকা পোস্ট তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। এত স্বল্প সময়ে ঢাকা পোস্টের পাঠক সমাদর সত্যি ঈর্ষণীয়। নড়াইলের উন্নয়ন যাত্রায় ঢাকা পোস্ট পরিবার সহযোদ্ধা হয়ে পাশে থাকবে এই প্রত্যয় ব্যক্ত করি।
ঢাকা পোস্টের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা এসব কথা বলেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় নড়াইল পৌরসভা হল রুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আঞ্জুমান আরা বলেন, ঢাকা পোস্ট মানবিক বিষয়গুলো জীবন্ত করে তুলে ধরে যেটিতে বেশি মুগ্ধ হই। আপনারা মূল ধারার গণমাধ্যম হিসেবে কাজ করে পাঠকের আস্থা অর্জন করেছেন। নড়াইলে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা রয়েছে, বরাবরের ন্যায় আপনাদের লেখনীতে সবার প্রতি সমান আচরণ করবেন বলে আশা করি। এই অবহেলিত নড়াইলে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি ও সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার সুদৃঢ় পদক্ষেপে উন্নয়নের ছোঁয়া লেগেছে। দেশের উন্নয়নের সঠিক বস্তুনিষ্ঠ চিত্র জনগণের মাঝে তুলে ধরবেন সেই প্রত্যয় ব্যক্ত করি।
তিনি আরও বলেন, অনলাইন সংবাদ মাধ্যমগুলো দ্রুত সংবাদ উপস্থাপন করে। অন্য অনলাইনগুলোর মতো স্রোতে গা ভাসাবেন না, নিজস্ব স্বকীয়তা বজায় রেখে আপনাদের পাঠকপ্রিয়তা আরও বেশি সমৃদ্ধ করবেন সেটা আশা করি। ঢাকা পোস্ট পরিবারের সব সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
অনুষ্ঠানে চ্যানেল ২৪ ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে ঢাকা পোস্টের নড়াইল জেলা প্রতিনিধি সজিব রহমান বিগত ২ বছরের ঢাকা পোস্টের কর্মকাণ্ড ও সফলতার চিত্র উপস্থাপন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, নড়াইল পৌর সভার নির্বাহী কর্মকর্তা ওয়াহুবুল আলম।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা ডিআইও-১ মীর শরিফুল হক, সাংবাদিক কাজী হাফিজ, হাফিজুল নিলু, ইমরান হোসেন, শরিফুল ইসলাম বাবলু, এম এম ওমর ফারুক, এসকে সুজয়, মধু সরকার, কাজী আনিস, জান্নাতুল, সুমি প্রমুখ।
—–
Leave a Reply