নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
শিখবে শিশু হেসে খেলে শান্তিমুক্ত পরিবেশ পেলে এই প্রতিবাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ ( ক্রীড়া ,সাংস্কৃতিক , বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং চুড়ান্ত প্রতিযোগিতা) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক অফিসার জিএম ফুয়াদ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো, হুমায়ুন কবীর,মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বীথি, সহকারি শিক্ষা অফিসার মো. ফরহাদ হোসেন, প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি আহসানুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকল বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরুস্কার তুলে দেন।
নতুন করে যোগদান করা ১২০ জন শিক্ষকদের সংবর্ধনাদেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ।
Leave a Reply