ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে গ্রামীণ ব্যাংকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
শুক্রবার সকালে গ্রামীণ ব্যাংক ঠাকুরগাঁও যোনাল অফিসের আয়োজনে নিজস্ব কার্যালয়ে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্যে দেন, গ্রামীণ ব্যাংকের ঠাকুরগাঁও যোনাল ম্যানেজার নিতাই চন্দ্র ঘটক, ঠাকুরগাঁও এড়িয়া ম্যানেজার মো: শফিকুল ইসলাম, নারগুন শাখার ব্যবস্থাপক রেজাউল করিম প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনে কেক কাটা হয়।
গ্রামীণ ব্যাংকের ঠাকুরগাঁও যোনাল ম্যানেজার নিতাই চন্দ্র ঘটক বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাই নিজ নিজ অবস্থানে থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
Leave a Reply